Ministry Of Land LMAP Job Circular 2022

Ministry Of Land LMAP Job Circular 2022

Ministry of Land LMAP Job Circular 2022 Recently this job circular has been published
today by the concerned department. If you are a job seeker. And be a real Bangladeshi citizen.
Then you can apply for the job in the Ministry of Land LM AP Job Circular 2022.
To apply for the job in Ministry of Land LMAP this Job Circular 2022.
Mentioned in the published recruitment notice.

Ministry Of Land LMAP Job Circular 2022

Must have underage educational qualifications and other experience.
To apply for the job in Ministry of Land LMAP Job Circular 2022.
Take a look at the pictures of the official recruitment circular of
Ministry of Land LMA Job Circular 2022 is given below. Or download the
official recruitment notice of the Ministry of Land Job Circular by
clicking on the Download PDF button and reading carefully and understanding carefully.
Then select which post you want to qualify for or apply for.

Ministry Of Land LMAP Job Circular 2022

To apply, fill out, and submit the specific form of Ministry of Land Job Circular 2022
by clicking on the Apply Now button below. You will need to send an SMS via Teletalk SIM
within 72 hours of applying. See the official recruitment notice pictures below for more details.
Or read the information below.

Ministry Of Land LMAP Job Circular 2022

Organization Information
Organization Name: Ministry Of Land (LMAP) Job Circular 2022

Short Name: LMAP Job Circular 2022

Ministry Of Land LMAP Job Circular 2022 Details: Bangladesh is an agricultural country. Ministry Of Land LMAP Job Circular 2022 Agriculture is one of the major sources of national income in this country and is the livelihood of about two-thirds of the people Ministry Of Land LMAP Job Circular 2022. Ministry Of Land LMAP Job Circular 2022 Therefore, the importance of land and water resources in this country is immense Ministry Of Land LMAP Job Circular 2022. Ministry Of Land LMAP Job Circular 2022 Land is the basic natural resource that is the main source of food, industrial products, consumer goods, health care materials, etc Ministry Of Land LMAP Job Circular 2022. Ministry Of Land LMAP Job Circular 2022 But due to population growth, unplanned use of land, our vital resources are dwindling day by day Ministry Of Land LMAP Job Circular 2022.

Ministry Of Land LMAP Job Circular 2022

Ministry Of Land LMAP Job Circular 2022 With the economic progress, the trend of urbanization is increasing, the scope of industrialization is gradually increasing, the amount of land per capita is shrinking as a result of the continuous expansion of roads, hospitals, educational institutions Ministry Of Land LMAP Job Circular 2022. The use of these important resources depends largely on proper planning Ministry Of Land LMAP Job Circular 2022. Ministry Of Land LMAP Job Circular 2022 Therefore, it is necessary to ensure proper use of these natural resources and optimal use of limited land through proper planning and policy Ministry Of Land LMAP Job Circular 2022. Ministry Of Land LMAP Job Circular 2022 In this regard, the land use policy has already been formulated by the Ministry of Land LMAP Job Circular 2022.

Ministry Of Land LMAP Job Circular 2022

Ministry Of Land LMAP Job Circular 2022 Under the leadership of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, after the independence of Bangladesh in 1971 through the Great War of Liberation, a full-fledged Ministry was formed to perform all land-related functions Ministry Of Land LMAP Job Circular 2022. Ministry Of Land LMAP Job Circular 2022 At present the Department of Land Records and Survey, Land Reform Board, Land Appeal Board, Land Administration Training Center, and the Office of the Controller of Accounts (Revenue) are functioning under the Ministry of Land. Ministry Of Land LMAP Job Circular 2022 At the divisional level, the commissioner, at the district level, the collector (deputy commissioner), at the Upazila level, the assistant commissioner (land), at the union level, the union land assistant officer (tehsildars) are engaged in performing the functions related to land Ministry Of Land LMAP Job Circular 2022.

Ministry Of Land LMAP Job Circular 2022

Ministry Of Land LMAP Job Circular 2022 The Ministry of Land deals with land development tax and revenue collection, khas land management and settlement, watershed management, land acquisition and possession, land records and surveying, and training of land-related officers/employees. In addition, redevelopment activities such as levying land development tax through banks, enactment of land laws and regulations in the public interest and rehabilitation of landless marginalized people, land zoning activities, khas land settlement among landless under char development and settlement project, construction and repair of Upazila and union land office, Development works such as modernization and provision of land-related services to the people in the shortest possible time are carried out by the Ministry of Land Ministry Of Land LMAP Job Circular 2022.

https://minland.gov.bd/

Ministry Of Land LMAP Job Circular 2022

মিনিস্টারি অফ ল্যান্ড এল এম এ পি জব সার্কুলার 2022 সম্প্রতি আজই এই জব সার্কুলারটি সংশ্লিষ্ট দপ্তর হতে প্রকাশিত হয়েছে। আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন। এবং প্রকৃত বাংলাদেশী নাগরিক হোন। তাহলে মিনিস্ট্রি অফ ল্যান্ড এল এম এপি জব সার্কুলার 2022 এ চাকরির জন্য আবেদন করতে পারেন। মিনিস্ট্রি অফ ল্যান্ড এল এম এ পি এই জব সার্কুলার 2022 এ চাকরির জন্য আবেদন করতে হলে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত। অনূর্ধ্ব বয়স শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য এক্সপেরিয়েন্স থাকতে হবে। মিনিস্ট্রি অফ ল্যান্ড এল এম এ পি জব সার্কুলার 2022 এ চাকরির জন্য আবেদন করতে হলে। নিচে দেওয়া
মিনিস্ট্রি অফ লান্ড এল এম এ জব সার্কুলার 2022 এর অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ছবিগুলো ভালভাবে দেখুন। অথবা ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে মিনিস্ট্রি অফ ল্যান্ড জব সার্কুলার এর অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এবং মনোযোগ সহকারে ভালভাবে পড়ুন, বুঝুন। তারপর নির্বাচন করুন আপনি কোন পোষ্টের জন্য যোগ্য বা আবেদন করতে চান। আবেদন করার জন্য নিচে দেওয়া এপ্লাই নাউ বাটনে ক্লিক করে মিনিস্ট্রি অফ ল্যান্ড জব সার্কুলার 2022 এর নির্দিষ্ট ফরম পূরণ করুন এবং সাবমিট করুন। আবেদন করার 72 ঘণ্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে এসএমএস করতে হবে। আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ছবিগুলো দেখুন। অথবা নিচে দেওয়া তথ্য গুলো পড়ুন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
| ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প
ভূমি ভবন,তেজগাঁও,ঢাকা-১২০৮ www.lmap.minland.gov.bd
ভূমিসেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল
নম্বর: ৩১.০০.০০০০.০৯২.১০.০০৩.২১-৮৭৫
০২ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ তারিখ: –
১৫ ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তি
ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা/সার্কেল/মেট্রো ভূমি অফিসসমূহে পদায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে ০৩ (তিন) বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে (তিনটি পার্বত্য জেলা ব্যতীত) টেলিটকের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

১। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত ও টেলিটক কর্তৃক অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলি ও করণীয় প্রকল্পের ওয়েবসাইট www.Imap.minland.gov.bd ও ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট WWW.minland.gov.bd এ ১৭/০২/২০২২ তারিখের পর হতে পাওয়া যাবে। ২৩/০২/২০২২ তারিখ হতে ২২/০৩/২০২২ তারিখ পর্যন্ত তিনটি পার্বত্য জেলা
ব্যতীত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করতে পারবে। নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।
২। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://Imap.teletalk.com.bd ওয়েবসাইট হতে অনলাইনে ২৩/০২/২০২২ তারিখ হতে আবেদন ফরম পূরণ করতে পারবে। অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযােগে বা অন্য কোনভাবে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না বরং তা বাতিল বলে গণ্য হবে।

০২। নিম্ন বর্ণিত শর্তাবলী অনুযায়ী প্রার্থীদের আবেদন দাখিল এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে: (ক) ০১-০২-২০২২ তারিখে প্রার্থীর বয়স:
(১) প্রার্থীর বয়স: অনুর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর। (২) শুধু মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পুত্র ও কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।

(৩) বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

(৪) আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে
যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন। করতে হবে। এ ক্ষেত্রে আবেদনপত্রের কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না।। শিক্ষাগত যোগ্যতায় জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ০২-০২-২০১০ তারিখের শিম/শাঃ
১১/১৯-১/২০০৭/১৭৪ নং প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।

(ঘ) । প্রার্থীগণকে নিজ নিজ স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করতে হবে এবং নিজ জেলায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
অস্থায়ী ঠিকানায় কোন আবেদন করা বা পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। নিয়োগকৃত প্রার্থীগণ সংশ্লিষ্ট পদের/গ্রেডের সাকুল্য বেতন প্রাপ্য হবেন। উন্নয়ন প্রকল্পের জনবলের সাকুল্য বেতন নির্ধারনে অঞ্চলভেদে বেতনে কিছুটা তারতম্য রয়েছে। তবে এ বিষয়ে সরকারী পরিপত্র যথাযথ অনুসরণ করা হবে। MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে; লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তিতে জানানো হবে। টেলিটক বাংলাদেশ লিঃ কর্তৃক আবেদন গ্রহণ ও অন্যান্য বিষয়াদি প্রসেস করা হবে। এই মূহুর্তে অনলাইনে আবেদন দাখিল ছাড়া অন্য কোন কাগজপত্র বা কোন সনদপত্র দাখিল করতে হবে না। আবেদনকারীগণের মােবাইল ফোনে টেলিটক হতে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে পরীক্ষার স্থান, তারিখ ও সময় জানানো হবে এবং এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.minland.gov.bd ও প্রকল্পের ওয়েবসাইট WWW.Imap.minland.gov.bd এ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
(জ) আগামী ২৩/০২/২০২২ তারিখ হতে ২২/০৩/২০২২ তারিখ পর্যন্ত তিনটি পার্বত্য জেলা ব্যতীত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিলকরতে পারবে। নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।

(ঝ) আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। এ বিষয়ে প্রার্থী কোন
ভুল তথ্য প্রদান করলে বা কোন তথ্য গোপন করলে আবেদনপত্র বাতিল করা হবে। (ঞ) প্রার্থীদের বর্ণিত পদের জন্য ১০০ টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- (বার) টাকাসহ মোট ১১২/- (একশত বার) টাকা আবেদনপত্র দাখিলের অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে নতুবা আবেদন গৃহীত হবে না। (ট) স্বাস্থ্য বিধি মেনে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। জেলা ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে প্রার্থী নির্বাচন চূড়ান্ত করা হবে এবং প্রার্থীগণকে যতটা সম্ভব নিজ নিজ জেলায়/নিকটস্থ জেলায় পদায়নের ব্যবস্থা নেয়া হবে। (ড) প্রকল্পের প্রয়োজনে জনবলের সংখ্যা ও মেয়াদকাল বৃদ্ধি পেতে পারে। প্রার্থীর যোগ্যতার বিভিন্ন তথ্য যাচাই এবং প্রদর্শনঃ (ক) লিখিত পরীক্ষার সময় ছবিযুক্ত মূল প্রবেশপত্র সাথে আনতে হবে। (খ) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য, দাখিলকৃত কাগজপত্র জাল,মিথ্যা বা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নূ্যনতম যােগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিলে কিংবা পরীক্ষায় নকল বা অসুদপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গরহণ করা হবে।

মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি দেখাতে হবেঃ (ক) সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্রের মূলকপি; (খ) সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ; (গ) জাতীয় পরিচয়পত্র; (ঘ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র; (ঙ) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের কোটায় আবেদনকারী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সনদ/প্রত্যয়ন; আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা হলে উক্ত বক্তব্যের স্বপক্ষে আবদনকারীকে (সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট/ভারতীয় তালিকা/লালমুক্তি বার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ/ মুলসনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌর সভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যায়নপত্র;

(চ) বিভাগীয় ও সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীর সংশ্লিষ্ট কতৃপক্ষের অনাপত্তিপত্র; এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন কোন সরকারি বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন
বিধি-বিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে। ৬। নিয়োগকারী কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি সংশােধন/সংযোজন/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ৭। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

Organization Name:

Ministry Of Land ( LMAP )
Short Name:

LMAP

Application Start Date:

Feb. 23, 2022

Application End Date:

March 22, 2022

Status:

Live

Adv No:

31.00.0000.092.10.003.21-875

Web Link:

http://lmap.teletalk.com.bd

User ID: Job ID: #GJOB2478

Download PDF

Apply Now

 

Ministry Of Land LMAP Job Circular 2022

 

Ministry Of Land LMAP Job Circular 2022

 

Ministry Of Land LMAP Job Circular 2022

 

Ministry Of Land LMAP Job Circular 2022

You can choose a topic that will

The MLA format writemypaper is commonly used in liberal arts classes.

inspire you.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *