Begum Rokeya University Rangpur | BRUR Job Circular 2022

Begum Rokeya University Rangpur | BRUR Job Circular 2022

Begum Rakeya University Rangpur BRUR Job Circular 2022. Released today from the concerned department.
According to the newly published Begum Rokeya University Rangpur RUR Job Circular 2022, you can apply for the job. To apply, all the instructions and qualifications mentioned in the recruitment notice must be completed.
If you are very interested, click on the download PDF button below, download the official recruitment notice
of Begum Rakeya University Rangpur BRUR Job Circular 2022. Then carefully read the entire recruitment notice carefully. Then select which post you will apply for. To apply, fill up the specified form of Begum Rokeya University Rangpur BRUR Job Circular 2022. Click on the Apply Now button below to download the specific form. Please read the information given below for more details. Or look at the pictures of the official recruitment notice.

Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022

Organization Information
Organization Name: Begum Rokeya University, Rangpur (BRUR) Job Circular 2022

Short Name: BRUR Job Circular 2022

Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022 Details: Vision The vision of the university is to create skilled manpower by standard education and research to lead the nation at present and future in different fields of humanity Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022. Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022 Develop adequate infrastructure facilities to enable the smooth running of academic activities by ensuring quality Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022. Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022 Accommodate as many as 8250 students by the year 2023-2024 Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022. Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022 Increase the number of departments to 33 Produce competent teachers and researchers in respective subjects taught in the university Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022.

Begum Rokeya University Rangpur | BRUR Job Circular 2022

Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022 Publish standard journals, books, periodicals and circulate them to different universities and other relevant agencies Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022. Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022 Mission Begum Rokeya University is established to cope and gain equality with the advanced world in various fields of higher education and with a view to creating and extending opportunities for higher education, research, and study at the national level Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022. Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022 This university will be a center of excellence for acquiring & disseminating knowledge Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022. Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022 Impart need-oriented and mordent technology-based education Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022.

Begum Rokeya University Rangpur | BRUR Job Circular 2022

Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022 To attain educational excellence in the faculties and disseminate the knowledge acquired in respective fields Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022. Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022 Undertake fundamental and applied research in the relevant field of human knowledge. Setup academic museums, laboratories, and research centers for the promotion of teaching, training, and extension of research Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022. Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022 Arrange seminars, conferences, workshops, and training for teachers and staff Begum Rokeya University, Rangpur | BRUR Job Circular 2022.

Begum Rokeya University Rangpur | BRUR Job Circular 2022

বেগুম রকেয়া উনিভর্সিটি রংপুর বি আর ইউ আর জব সার্কুলার 2022। সংশ্লিষ্ট দপ্তর হতে আজই প্রকাশিত হয়েছে। সদ্য প্রকাশিত বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর আর ইউ আর জব সার্কুলার 2022 এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন। আবেদন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল নির্দেশনা এবং যোগ্যতা সম্পন্ন হতে হবে। আপনি একান্ত আগ্রহী হলে নিচে ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে, বেগুম রকেয়া উনিভর্সিটি রংপুর বি আর ইউ আর জব সার্কুলার 2022 এর অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। তারপর মনোযোগ সহকারে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালভাবে পড়ুন। তারপর নির্বাচন করুন আপনি কোন পোষ্টের জন্য আবেদন করবেন। আবেদন করার জন্য বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর বি আর ইউ আর জব সার্কুলার 2022 এর নির্দিষ্ট ফরম পূরণ করুন। নির্দিষ্ট ফরম ডাউনলোড করার জন্য নিচে এ্যাপলাই নাউ বাটনে ক্লিক করুন। আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া তথ্যগুলো ভালভাবে পড়ুন।
অথবা অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ছবিগুলো দেখুন।

বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
BEGUM ROKEYA UNIVERSITY, RANGPUR
www: brur.ac.bd স্মারক নম্বর- বেরোবি/ রেজিঃ/ শিক্ষক নিয়োগ-বিজ্ঞপ্তি/২০২২/৩৮৫
তারিখ :
২৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ
১০ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
ক) পদের বিবরণ: ১। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
পদ সংখ্যা
(i) সহযোগী অধ্যাপক (স্থায়ী)।
– ০১(এক)
(ii) প্রভাষক (স্থায়ী)।
– ০১(এক)
২। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
(i) সহযোগী অধ্যাপক (স্থায়ী)
– ০২(দুই)
(ii) সহকারী অধ্যাপক (স্থায়ী)
০১(এক)
৩। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ। সহযোগী অধ্যাপক (স্থায়ী)
০২(দুই)
৪। জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ | সহযোগী অধ্যাপক (স্থায়ী)
– ০২(দুই)
৫। ইংরেজি বিভাগ।
প্রভাষক (স্থায়ী)
০১(এক)
খ) বেতন (জাতীয় বেতন স্কেল ২০১৫);
(i) সহযোগী অধ্যাপক
(ii) সহকারী অধ্যাপক
(iii) প্রভাষক
: ৫০০০০-৭১২০০/- (গ্রেড-৪)
: ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড-৬)
: ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)

গ) আবেদন ফরম সংগ্রহ ও জমা:
১. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) বিজ্ঞাপিত পদে আবেদন করার শর্তাবলী ও আবেদন ফরম পাওয়া যাবে। রেজিস্ট্রার দপ্তরাধীন সংস্থাপন শাখায় সরাসরি বা ডাকযোগে রবিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত বিজ্ঞাপিত পদের আবেদন ফরম জমা দেওয়া যাবে।
২. বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফরমে সহযোগী অধ্যাপক পদের জন্য ১২(বারো) সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ০৭ (সাত) সেট আবেদন ফরম জমা দিতে হবে।
৩. আবেদন ফরমের সাথে রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়, রংপুর-এর অনুকূলে জনতা ব্যাংকের যে কোন শাখা থেকে ৫০০/-(পাঁচ শত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) এবং প্রতি সেট আবেদন ফরমের সাথে ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি এবং চারিত্রিক সনদপত্র সংযুক্ত করে ডাকযোগে অথবা হাতে হাতে রেজিস্ট্রার দপ্তরাধীন সংস্থাপন শাখায় জমা দিতে হবে।
৪. আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রিপ্রাপ্ত হতে হবে অর্থাৎ পরীক্ষার ফল প্রকাশ অপেক্ষমান থাকাকালীন সময়ে আবেদন গ্রহণযোগ্য হবে না।
৫. প্রভাষক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে শর্টলিষ্ট তৈরি করে বাছাই বোর্ডের মাধ্যমে সাক্ষাঙ্কার গ্রহণ করা হবে।
৬. চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৭. বিধি মোতাবেক সকল কোটা অনুসরণ করা হবে।
৮. বেতন নির্ধারণের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেলের নীতিমালা অনুসরণ করা হবে।
৯. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১০. আবেদন ফরম গ্রহণ ও জমা দেওয়ার শেষ তারিখ ০৩ মার্চ ২০২২খ্রিঃ, দুপুর ২:০০টা । উল্লিখিত তারিখের পর কোন আবেদন ফরম গ্রহণ করা হবে না।
১১. কোন ধরনের লিখিত বা মৌখিক তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নিয়োগ পাওয়ার পর কোন অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে চাকরির যে কোন পর্যায়ে আইনানুগ ব্যবস্থা(চাকরিচ্যুতিসহ) গ্রহণ করা হবে।

বিজ্ঞাপিত পদে আবেদনের শর্তাবলী
১. প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ০৪(চার) বছর মেয়াদি স্নাতক(সম্মান) ডিগ্রি এবং থিসিসসহ (প্রযোজ্য ক্ষেত্রে) স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভূক্ত বিভাগসমূহে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে অথবা সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে। কলা অনুষদভুক্ত বিভাগসমূহে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় যে কোন একটিতে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং অপরটিতে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে অথবা সনাতন পদ্ধতিতে একটিতে প্রথম শ্রেণী ও অপরটিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে।

৩. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.৫০ অথবা চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে অথবা সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা সমান থাকলে প্রকাশনা ও উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
৫. অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে শর্ত শিথিল করা যেতে পারে।
১. প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ০৪(চার) বছর মেয়াদি স্নাতক(সম্মান) ডিগ্রি এবং থিসিসসহ (প্রযোজ্য ক্ষেত্রে) স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

২. স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় যে কোন একটিতে সিজিপিএ ৪.০০ এর মধ্যে নূন্যতম সিজিপিএ ৩.৫০ এবং অপরটিতে ন্যূনতম সিজিপিএ
৩.২৫ থাকতে হবে অথবা সনাতন পদ্ধতিতে একটিতে প্রথম শ্রেণী ও অপরটিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে।
৩. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে চতুর্থ বিষয়সহ নূ্যনতম জিপিএ ৪.৫০ অথবা চতুর্থ বিষয় বাদে ন্যনতম জিপিএ ৪.০০ থাকতে হবে অথবা সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে।
৪. স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ০৩(তিন) বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা। থাকতে হবে।

৫. এমফিল/সমমানের ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ০২(দুই) বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৬. পিএইচ.ডি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ০১(এক) বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৭. স্বীকৃত কোন জার্নালে (পিয়ার রিভিউড জার্নাল) নূন্যতম ৩(তিন)টি প্রকাশনা থাকতে হবে তার মধ্যে First Author হিসেবে নূন্যতম ১(এক) টি। প্রকাশনা থাকতে হবে।
৮, অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে শর্ত শিথিল করা যেতে পারে।
১. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
২. বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ০৭ (সাত) বছরের শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতার মধ্যে সহকারী অধ্যাপক হিসেবে অন্যন ০৪ (চার) বছরের শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩. স্বীকৃত জার্নালে ০৪ (চার) টি প্রকাশনা থাকতে হবে ।
প্রার্থীকে কোন পরীক্ষায় ‘B’ গ্রেড (৫.০ পয়েন্ট ভিত্তিক গ্রেড সিস্টেমে সিজিপিএ ন্যূনপক্ষে
৪.০ এবং ৪.০ পয়েন্ট ভিত্তিক গ্রেড সিস্টেমে সিজিপিএ
ন্যূনপক্ষে ৩.০) এর নীচে অথবা ৩য় বিভাগ/শ্রেণী থাকা চলবে না।
৫. অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে শর্ত শিথিল করা যেতে পারে।
অথবা ১. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে এমফিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ২. বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ১০ (দশ) বছরের শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতার মধ্যে সহকারী অধ্যাপক হিসেবে অন্যূন ০৫ (পাঁচ) বছরের শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৩ স্বীকৃত জার্নালে অন্যন ০৪ (চার) টি প্রকাশনা থাকতে হবে।

প্রার্থীকে কোন পরীক্ষায় ‘B’ গ্রেড (৫.০ পয়েন্ট ভিত্তিক গ্রেড সিস্টেমে সিজিপিএ ন্যূনপক্ষে ৪.০ এবং ৪.০ পয়েন্ট ভিত্তিক গ্রেড সিস্টেমে সিজিপিএ । ন্যূনপক্ষে ৩,০) এর নীচে অথবা ৩য় বিভাগ/শ্রেণী থাকা চলবে না।

৫. অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে শর্ত শিথিল করা যেতে পারে। | অপ্রকাশিত প্রকাশনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। স্বীকৃত জার্নাল বলতে Peer Reviewed জার্নাল বুঝাৰে। মানসম্মত Website/Electronic
জার্নালে প্রকাশিত প্রকাশনা ছাড়া অন্য Website এর প্রকাশনা গ্রহণযোগ্য হবে না ।

প্রার্থীকে আবেদন ফরমের সঙ্গে
(ক) শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র ও | নম্বরপত্রের অনুলিপি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক সত্যায়িত)
(খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত | চারিত্রিক সনদপত্র
(গ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত ছবি প্রতি সেট আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে
(ঘ) সহযোগী অধ্যাপক পদের জন্য ১২(বারো) সেট আবেদন ফরম জমা দিতে হবে এবং
(ঙ) সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ০৭ (সাত) সেট আবেদন ফরম জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রার্থীকে পদ ও বিভাগের নাম খামের উপর স্পষ্টাক্ষরে লিখতে হবে। প্রার্থীর যোগাযোগের ঠিকানা সম্বলিত ০৭/-(সাত) টাকার ডাক টিকিট সংযুক্ত ২৪X১১সে:মি:/১০X ৪.৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদন ফরমের।
সাথে দিতে হবে। প্রাপ্ত আবেদন ফরমসমূহ বাছাইয়ের পর প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদেরকে সাক্ষাঙ্কার অথবা লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এ জন্য প্রার্থীকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদন ফরম (গ্রহণের শেষ তারিখের পর) গ্রহণ করা হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে আবেদনফরম ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

Organization Name:

Begum Rokeya University, Rangpur (BRUR)
Short Name:

BRUR

Application Start Date:

Feb. 10, 2022

Application End Date:

March 3, 2022

Status:

Live

Adv No:

বেরোবি/রেজি:/শিক্ষক নিযোগ বিজ্ঞপ্তি/২০২২/৩৮৬

Web Link: https://brur.ac.bd/

User ID: GJOB2452

Download PDF

Apply Now

 

 

Begum Rokeya University Rangpur | BRUR Job Circular 2022

 

Begum Rokeya University Rangpur | BRUR Job Circular 2022

 

Begum Rokeya University Rangpur | BRUR Job Circular 2022

 

Begum Rokeya University Rangpur | BRUR Job Circular 2022

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *