Grameen Kalyan Job Circular 2021
Grameen Kalyan Job Circular 2021 Applications are being invited for the purpose of urgent appointment to the following posts to work in the health
program (Union-level health centers in different parts of the country).
This job circular is published directly from the office of Grameen Kalyan
Sangstha. If you are interested in this job. Below is a
link to the website of Grameen Kalyan Sangstha to apply. By clicking there you will be able to apply directly for the job of Grameen Kalyan Sangstha.
Grameen Kalyan Job Circular 2021
গ্রামীণ কল্যাণের স্বাস্থ্য কর্মসূচীতে (দেশের বিভিন্ন এলাকায় ইউনিয়ন পর্যায়ে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্র) কাজ করার জন্য নিম্নেক্ত পদে জরুরী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে দরখাস্ত আহবান করা হচ্ছে । আপনি যদি এই চাকরিতে আগ্রহী হয়ে থাকেন।
তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন। তাহলে চাকরির জন্য আবেদন করতে পারেন। আবেদন করার জন্য নিচে গ্রামীণ কল্যাণ সংস্থার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে
সরাসরি গ্রামীণ কল্যাণ সংস্থার চাকরিতে আবেদন করতে পাবেন।
গ্রামীণ কল্যাণের স্বাস্থ্য কর্মসূচীতে (দেশের বিভিন্ন এলাকায় ইউনিয়ন পর্যায়ে। অবস্থিত স্বাস্থ্য কেন্দ্র) কাজ করার জন্য নিম্নোক্ত পদে জরুরী ভিত্তিতে। নিয়োগের উদ্দেশ্যে দরখাস্ত আহবান করা হচ্ছে ?
১.০ আঞ্চলিক ব্যবস্থাপক (পদের সংখ্যা-১০) স্বীকৃত বিশ্ববিদ্যালয়।
থেকে MBA/MA/Msc/MSS-এ ডিগ্রী প্রাপ্ত হতে হবে এবং স্বাস্থ্য কর্মসূচী/মাইক্রোক্রেডিট/ যে কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে বা NGO-তে। প্রকল্প ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কমপক্ষে ৯ বছরের চাকুরীর। অভিজ্ঞতা থাকতে হবে।
২. ডাক্তার (পদের সংখ্যা-২০) ও স্বীকৃত মেডিকেল কলেজ থেকে। এম,বি,বি,এস পাশ (ইন্টার্ণশীপ সমাপ্ত) এবং বি,এম,ডি,সি-র রেজিষ্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। আল্টাসনোগ্রাফীর উপর কোর্স। সম্পন্ন/ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
৩. মেডিকেল এ্যাসিসটেন্ট (পদের সংখ্যা-২০) ও রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ
থেকে ডিপ্লোমা (ডিএমএফ) প্রাপ্ত এবং বি,এম,ডি,সি-র রেজিষ্ট্রেশন।
থাকতে হবে।
৪. ল্যাবঃ টেকনোলজিষ্ট (পদের সংখ্যা-২০) ও রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ
থেকে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, ছবি, জাতীয় পরিচয়পত্র/জাতীয়তা এবং শিক্ষাগত যোগ্যতা (কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না) ও অভিজ্ঞতার সনদপত্র সমূহের সত্যায়িত কপিসহ নিম্নোক্ত ঠিকানায়। ডাকযোগে/সরাসরি ৩০/১১/২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
বেতন ভাতাদি গ্রামীণ কল্যাণের প্রচলিত নিয়মানুযায়ী প্রদান করা হবে। শুধুমাত্র বাছাইকৃত
(Short-listed) প্রার্থীদেরকে ইন্টারভিউ-তে আমন্ত্রণ। জানানো হবে। গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ এই নিয়োগ
বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না-করার ক্ষেত্রে যে-কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা
সংরক্ষণ রাখেন।
বিভাগ প্রধান, মানব সম্পদ বিভাগ।
গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম ভবন
(৫ম তলা) ৫৩/১ বক্সনগর,
চিড়িয়াখানা রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬।
Organization Name:
Grameen Kalyan
Short Name:
GK
Application Start Date:
Nov. 23, 2021
Application End Date:
Nov. 30, 2021
Status:
Live
Web Link:
www.grameenkalyan-info.org
Company Address: Grameen Kalyan,
Address: Head Office, Telecom Bhaban,
Level 5, 53/1 Box Nagar, Zoo Road,
Mirpur – 1, Dhaka-1216, Bangladesh.
Grameen Kalyan Job Circular 2021