Directorate General of Medical Service | DGMS Job Circular 2022

Directorate General of Medical Service | DGMS Job Circular 2022

Directorate General of Medical Service | DGMS Job Circular 2022

Directorate General of Medical Services DGMS Job Circular 2022 This Job Circular has been published
today from the concerned department. If you are a job seeker. Then you can apply for the job in the
Directorate General of Medical Services DG MS Job Circular 2022, the said circular.
To apply for the job in the Director-General of Medical Services DGMS Job Circular 2022.
Must have underage educational qualifications and other experience published in the recruitment notice.
To apply for this job Director General of Medical Services DGMS Job Circular 2022 Download the official
recruitment notice of Director General of Medical Services Job Circular 2022 by clicking on the
Download the PDF button below. Then carefully read the completed recruitment notice carefully.

Directorate General of Medical Service | DGMS Job Circular 2022

Select which post you want to qualify for or apply for. To apply, fill out the specified form of
the Director-General of Medical Services DGMS Job Circular 2022 by clicking the Apply Now button below.
Then submit if everything is OK. SMS as per instructions from Teletalk SIM within 72 hours of application.
Read the information below to know more details.

Directorate General of Medical Service | DGMS Job Circular 2022
Organization Information
Organization Name: Directorate General of Medical Service (DGMS) Job Circular 2022

Short Name: DGMS Job Circular 2022

Directorate General of Medical Service | DGMS Job Circular 2022 Details: The Ministry of Defense of Independent Bangladesh was formed at the end of December 1971 with the conviction of Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of the greatest Bengali nation of all time, in order to build a modern and beautiful defense system for Bangladesh Directorate General of Medical Service | DGMS Job Circular 2022. The Ministry was shifted from the Secretariat to the High Court building in 1982 and to the present building at the Ganobhaban Complex in Sher-e-Bangla Nagar in 1993 Directorate General of Medical Service | DGMS Job Circular 2022. Initially, it consisted of 14 departments/agencies but at present, the ministry is being run with 25 departments/agencies Directorate General of Medical Service | DGMS Job Circular 2022. In the organizational structure of the ministry, the number of posts has increased from 224 to 232 Directorate General of Medical Service | DGMS Job Circular 2022.

Directorate General of Medical Service | DGMS Job Circular 2022

Directorate General of Medical Service | DGMS Job Circular 2022 The Hon’ble Prime Minister of the Government of the People’s Republic of Bangladesh is in charge of the Ministry of Defense Directorate General of Medical Service | DGMS Job Circular 2022. Directorate General of Medical Service | DGMS Job Circular 2022 The Ministry and its affiliated departments/agencies continue to work with sincerity and dedication as part of the use of modern technology, timely action initiatives, and realistic and long-term action plans Directorate General of Medical Service | DGMS Job Circular 2022. Directorate General of Medical Service | DGMS Job Circular 2022 Capacity building and modernization of the Ministry of Defense and its military and civilian institutions will further strengthen the efforts to build an independent, sovereign, happy, prosperous, and progressive Bangladesh Directorate General of Medical Service | DGMS Job Circular 2022.

Directorate General of Medical Service | DGMS Job Circular 2022

Directorate General of Medical Service | DGMS Job Circular 2022 National development and modernization is an ongoing and continuous process. Directorate General of Medical Service | DGMS Job Circular 2022 The Ministry of Defense has been working towards making the various programs undertaken by various departments/agencies under its purview an integral part of national progress by formulating specific, integrated, and effective action plans for national prosperity, progress, and socio-economic development Directorate General of Medical Service | DGMS Job Circular 2022. Directorate General of Medical Service | DGMS Job Circular 2022 The Ministry of Defense is committed to playing its role in consolidating the foundations of national progress and upholding a stable, happy, and prosperous state system Directorate General of Medical Service | DGMS Job Circular 2022.

https://mod.gov.bd/

Directorate General of Medical Service | DGMS Job Circular 2022

ডাইরেকটোরেট জেনারেল অফ মেডিক্যাল সার্ভিস ডিজিএমএস জব সার্কুলার 2022 এই জব সার্কুলাটি আজই সংশ্লিষ্ট দপ্তর হতে প্রকাশিত হয়েছে। আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন। তাহলে ডাইরেকটোরেট জেনারেল অব মেডিকেল সার্ভিস ডিজি এম এস জব সার্কুলার 2022, উক্ত সার্কুলারে চাকরির জন্য আবেদন করতে পারেন। ডাইরেক্টর জেনারেল অফ মেডিক্যাল সার্ভিস ডিজিএমএস জব সার্কুলার 2022 এ চাকরির জন্য আবেদন করতে হলে। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত অনূর্ধ্ব বয়স শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য এক্সপেরিয়েন্স থাকতে হবে। ডাইরেক্টর জেনারেল অফ মেডিক্যাল সার্ভিস ডিজিএমএস জব সার্কুলার 2022 এই চাকরিতে আবেদন করার জন্য নিচে ডাউনলোড পিডিএফ বাটনটিতে ক্লিক করে ডাইরেক্টর জেনারেল অফ মেডিক্যাল সার্ভিস জব সার্কুলার 2022 এর অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। তারপর মনোযোগ সহকারে সম্পন্ন নিয়োগ বিজ্ঞপ্তি ভালভাবে পড়ুন। নির্বাচন করুন আপনি কোন পোষ্টের জন্য যোগ্য বা আবেদন করতে চান। আবেদন
করার জন্য নিচে এ্যাপলাই নাউ বাটনে ক্লিক করে ডাইরেক্টর জেনারেল অফ মেডিক্যাল সার্ভিস ডিজিএমএস জব সার্কুলার 2022 এর নির্দিষ্ট ফরম পূরণ করুন। তারপর সবকিছু ঠিক থাকলে সাবমিট করুন। আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম থেকে নির্দেশনা অনুসারে এসএমএস করুন। আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া তথ্যগুলো পড়ুন।

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর
(প্রতিরক্ষা মন্ত্রণালয়)
ঢাকা সেনানিবাস। নিয়োগ বিজ্ঞপ্তি
সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (প্রতিরক্ষা মন্ত্রণালয়), ঢাকা সেনানিবাস এবং ইহার আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহে নিম্নেবর্ণিত । শূন্য পদে বেসামরিক লোক নিয়োগের
জন্য প্রকৃত বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে ?

আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নেবর্ণিত শর্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় ও
১। ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সকল প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। সরকারি চাকুরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র পূরনের সময় Departmental Candidate এর ঘরে টিক (v) চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। মৌখিক পরীক্ষার সময় সরকারি চাকুরিরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি পত্রের মূলকপি দাখিল করবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৪।
লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।
এ নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি/বাতিল/বিজ্ঞপ্তির সময়সীমা বর্ধিত করণসহ অন্যান্য সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন ।

আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও
ক। এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে Online-এ আবেদন করতে হবে। সে লক্ষ্যে http://dgms.teletalk.com.bd ওয়েবসাইটে লগ-ইন করলে একটি লিংক পাওয়া যাবে । ঐ লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক Online-এ আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ও ফি জমাদানের সময়সীমা নিম্নরূপঃ
(১) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখঃ ১৩ ফেব্রুয়ারি ২০২২। (২) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২২। (৩) উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit – এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
খ। Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel), File size maximum 60 kb ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel), File size maximum 100 kb এ স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন ।

গ। যেহেতু Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনঃ পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান Online -এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি ও Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে । নির্ভুলভাবে আবেদনপত্র Submit কারী প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন । Applicant’s Copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনাে Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১-৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট ১১২/- (একশত বারো) টাকা পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকা} এবং ৪-১২ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট ৫৬/- (ছাপান্ন) টাকা পরীক্ষার ফি বাবদ ৫০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/-} অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবেনা। প্রথম SMS : DGMS<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় SMS : DGMS <space>Yes <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি SMS এ Password পাবেন । এই Password টি Admit Card (প্রবেশপত্র) Download -এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন ।

চ। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dgms.teletalk.com.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনাগুলো তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

ছ। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। Admit Card (প্রবেশপত্র) Download এর তারিখ পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানাে হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন ও
User ID Gel 2006 DGMS<Space>HELP<Space>USER<Space>USER ID & Send to 16222. (Example: DGMS HELP USER ABCDEF & Send to 16222)
(2) PIN Number জানা থাকলে DGMS<Space>HELP<Space>PIN<Space>PIN No & Sned to 16222. (Example: DGMS HELP USER ABCDEF & Send to 16222)

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (ডিজিএমএস) এর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি, Online-এ আদেনপত্র পূরণের নিয়মাবলী, SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়ােজনীয় তথ্য http://dgms.teletalk.com.bd এ পাওয়া যাবে ।

প্রার্থীর যোগ্যতা যাচাই ও
ক। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নেবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক প্রতিটির ০১ টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ?
প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ)।

জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে ।
(৩) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এক্ষেত্রে প্রার্থীর পিতা/মাতার নাম এবং বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার নাম উল্লেখসহ বীর মুক্তিযোদ্ধার সাথে প্রার্থীর সম্পর্কের বিষয়টি সুস্পষ্টভাবে সনদে উল্লেখ করতে হবে।

(৪) এতিম, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গােষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
(৫) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy) ।
খ। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না ।
বিবিধ
ক।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য WWW.mod.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে । নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।

Organization Name:

Directorate General of Medical Service (DGMS)
Short Name:

DGMS

Application Start Date:

Feb. 13, 2022

Application End Date:

Feb. 28, 2022

Status:

Live

Adv No:

N/A

Web Link:

http://dgms.teletalk.com.bd/

User ID:#GJOB2430

Download PDF

Apply Now

 

 

Directorate General of Medical Service | DGMS Job Circular 2022

 

Directorate General of Medical Service | DGMS Job Circular 2022

 

Directorate General of Medical Service | DGMS Job Circular 2022

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *