Bangladesh Railway Job | BR Job Circular 2022

Bangladesh Railway Job | BR Job Circular 2022

 

Bangladesh Railway Job | BR Job Circular 2022, Bangladesh Railway This job
circular is published directly from the concerned department of
Bangladesh Railway. You can apply for this job according to the age
and educational qualifications published in the Bangladesh Railway
Recruitment Circular.

Bangladesh Railway Job | BR Job Circular 2022

If you are an educated citizen of Bangladesh then apply for the job by clicking the button offline now without any further delay. If necessary,
download the PDF file, click on this button to download the PDF file,
read the details well. Then register.

The number of applications for the post of Assistant Station Master of
Bangladesh Railway has been increased from 235 to 560.
Candidates from all districts will be able to apply. Application
The deadline is 6/05/2022 at 5:00 pm.

Bangladesh Railway Job | BR Job Circular 2022

Bangladesh Railway Job | BR Job Circular 2022
Organization Information
Organization Name: Bangladesh Railway BR Job Circular 2022

Short Name: BR

 

Bangladesh Railway Job | BR Job Circular 2022

BR Job Circular 2022 Details: Bangladesh Railway, a principal transportation agency of the country, is a Government-owned Government –managed organization Bangladesh Railway Job. BR Job Circular 2022 It covers a length of 2955.53 route kilometers employing a total of 25,083 regular employees. As the railway is a very important mode of inland transport, linking the entire length and breadth of the country, its healthy growth naturally contributes to the economic development of the country BR Job Circular 2022. BR Job Circular 2022 Till June 2, 1982, the management and development of the railway were vested with a Railway Board, comprising of a Chairman and four members. BR Job Circular 2022 But, for administrative convenience and operational reasons the Railway Board was abolished with effect from June 3, 1982, and the function of the Railway Board was vested with the Railway Division of the Ministry of Communications with the Secretary of the Division working. as the Director-General of Bangladesh Railway Job. BR Job Circular 2022 For the same purpose, the Railway bifurcated into two zones, East & West, under the administrative control of two general managers, who are accountable to the Director-General of Bangladesh Railway Job | BR Job Circular 2022.

Bangladesh Railway Job | BR Job Circular 2022

Bangladesh Railway Job Subsequently, on August 12, 1995, the day-to-day operation of the Railway was separated from the Ministry and entrusted with a director-general drawn from the Railway professionals. For policy guidance, a 9 (nine) member Bangladesh Railway authority (BRA) was formed with the Minster Ministry of Communications as its Chairman BR Job Circular 2022. Bangladesh Railway Job The Director-General is assisted by the Additional Director General and Joint Director General to perform all administrative and policy-making jobs Bangladesh Railway Job. Bangladesh Railway Job The General Managers of the two zones are assisted by various specialized departments who are responsible for the operation, maintenance, and financial management BR Job Circular 2022. Each zone is again divided into two divisions, which are the basic unit of operation.

Bangladesh Railway Job | BR Job Circular 2022

Bangladesh Railway Job The division is headed by a Divisional Railway Manager, who is assisted by Divisional Officers of various specialized Departments such as Personnel, Transportation, Commercial, Finance Mechanical, Way and Works Signaling & Telecommunication, Electrical, Medical, Nirapatta Bahini, etc. Besides, there are two workshop divisions, one in each zone, located at Pahartoli and Syedpur, each being headed by a Divisional Superintendent. Further, there is a locomotive workshop headed by the Chief Executive at Parbatipur for the general overhauling of both BG&MG locomotives. Bangladesh Railway also has Railway Training Academy headed by a Rector, a planning cell headed by a Chief Planning Officer, a stores Department headed by a Chief Controller of Stores And Accounts Department headed by an Additional Director General / Finance for coordinating and advising Accounting and financial management. activities of the two zones. To ensure the safety of Railway transportation Government has set up a separate Directorate Under Ministry of Communications to inspect different works of BR related to the train operation Bangladesh Railway Job. In

http://www.rancil.gov.bd/

Bangladesh Railway Job Circular 2022
বাংলাদেশরেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত বয়স এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন। আপনি যদি বাংলাদেশের শিক্ষিত নাগরিক হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এক্ষুনি এফলাই নাও
বাটনে ক্লিক করে চাকরির জন্য আবেদন করুন। প্রয়োজনে ডাউনলোড পিডিএফ ফাইল, এই বাটনে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে, ভালোভাবে বিস্তারিত পড়ে নিন। তারপর রেজিস্ট্রেশন করুন।

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে আবেদনের পদের সংখ্যা ২৩৫ টি থেকে বৃদ্ধি করে ৫৬০ টি করা হয়েছে ।
সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা 06/05/2022 বিকাল ৫:০০ টা ।

প্রার্থীর বয়স ০১-০৩-২০২২ খি, অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার পুত্র/কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে, সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদ পত্রের মূল কপিসহ একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোন বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপিসহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদ পত্রের মূল কপি জমা দিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ/প্রমাণ পত্রের মূল কপি জমা দিতে হবে।
প্রার্থী কোন রেলওয়ে কর্মচারীর পোষ্য (পোষ্য অর্থ বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে অন্যূন ২০ (বিশ) বৎসর চাকরি সম্পন্ন হয়েছে এরুপ কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বুঝাবে) হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) সম্পর্ক উল্লেখ পূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতিস্বাক্ষরসহ প্রত্যয়ন পত্র এবং পােষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ: i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২ মার্চ, ২০২২ সকাল ১০.০০ টা। ii.Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৬ এপ্রিল, ২০২২ বিকাল ০৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit -এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।
Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
| Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit
করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান; Online-এ আবেদনপত্রে (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant কপি পাবেন। উক্ত Applicant কপি প্রার্থী download পূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঞ্জিন) করে সংরক্ষণ করবেন। Applicant কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্মোক্ত পদ্ধতিতে যে কোন teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও teletalk এর সার্ভিস চার্জ ১২/-(বার) টাকাসহ মােট ১১২/- (একশত বার) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র নোনত্মরক্সাতেই গীত হবে না।

নিম্নেবর্ণিত পদ্ধতিতে এসএমএস (SMS) করতে হবে:

প্রথম SMS: BR<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example:BR ABCDEF & Send to 16222. (ABCDEF এর স্থলে User ID নম্বর বসাতে হবে)

Reply: Applicant’s Name, TK 112 Will be charged as an application fee. Your PIN is 123456. দ্বিতীয় SMS: To pay a fee, BR<Space>Yes <Space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BR Yes 123456 & Send to 16222. (123456 এর স্থলে PIN নম্বর বসাতে হবে)। Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for Application for Post XXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXX).

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://br.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শণ করবেন।
(জ)
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নেবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID,
Password, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন। • i.User ID জানা থাকলে BR<Space>Help<Space> User<Space> User ID & Send to 16222
Example: BR Help User ABCDEF & Send to 16222 (ABCDEF এর স্থলে User ID নম্বর বসাতে হবে)। i. PIN Number জানা থাকলে BR<Space> Help<Space>PIN <Space> PIN No & Send to 16222 Example: BR Help PIN 12345678 & Send to 16222 (12345678 এর স্থলে PIN নম্বর বসাতে হবে)।

(ঝ)
Online আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। Mail এর Subject এ Organization Name: BR, Post Name:Xxxxxxxxx, Applicant’s User Id, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

Organization Name:

Bangladesh Railway
Short Name:

BR

Application Start Date:

March 2, 2022

Application End Date:

April 6, 2022

Status:

Live

Adv No:

54.01.0000.687.002.02.21-355

Web Link:

http://br.teletalk.com.bd/

Job ID: #GJOB2520

Download PDF

Apply Now

 

 

Bangladesh Railway Job | BR Job Circular 2022

 

Bangladesh Railway Job | BR Job Circular 2022

 

Bangladesh Railway Job | BR Job Circular 2022

 

 

 

 

Bangladesh Railway Job Circular 2022

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *