Bangladesh Public Service Commission BPSC Job Circular 2022

Bangladesh Public Service Commission BPSC Job Circular 2022

Bangladesh Public Service Commission BPSC Job Circular 2022 Job Circular published by Bangladesh Karma Commission has been published today. You can apply for the job in this published recruitment notice. To apply, first, you need to download the official recruitment notice published by Bangladesh Public Service Commission BPSC Job Circular 2022 Bangladesh Karma Commission. To download, click the download button below. For more details read the information below or see the pictures in The job circular given below.

Bangladesh Public Service Commission | BPSC Job Circular 2022 Organization Name: Bangladesh Public Service Commission (BPSC)

Short Name: BPSC

Bangladesh Public Service Commission BPSC Job Circular 2022

Details: Bangladesh Public Service Commission | BPSC Job Circular 2022 History of the BPSC Bangladesh Public Service Commission is a constitutional organization established primarily to employ people for various services and positions in government. BPSC Job Circular 2022 also engages in decision-making processes related to other service issues such as promotions, transfers, transfers, disciplinary hearings, and appeals by public servants. The main purpose of establishing such a body, appointed in many British heritage countries as a ‘public service commission’ or ‘public’, is to ensure that all decisions regarding employment and other service matters are made in accordance with the principles of fairness and equity.

Bangladesh Public Service Commission BPSC Job Circular 2022

Bangladesh Public Service Commission. BPSC Job Circular 2022 In Bangladesh, the organization is currently designated as Bangladesh Public Service Commission (BPSC) BPSC Job Circular 2022. Bangladesh Public Service Commission The Public Service Commission was first established in India in 1926 when jobs. almost identical to that of its British counterpart in London, especially in matters of employment of civil servants in the British government of Britain, BPSC Job Circular 2022. Bangladesh Public Service Commission Similar provincial-level commissions were later established, including the Bengal Public Service Commission. in 1937, following the formation of responsible provincial governments in accordance with the provisions made in the Indian Government Act, 1919, and subsequently in the Indian Government Act, 1935.

Bangladesh Public Service Commission BPSC Job Circular 2022

The commission in British India was created in Pakistan, both in central and BPSC Job Circular 202 Government, East Pakistan (later known as East Pakistan Public Service Commission) held in East Bengal (later renamed East Pakistan) in August 1947 Bangladesh Public Service Commission | BPSC Job Circular 2022. After the emergence of Bangladesh two separate commissions, namely the Public Service Commission (First), and the Public Service Commission (Second), were established in May 1972 under the provisions of Presidential Decree No. 34 of 1972 in Bangladesh. Public Service Commission | BPSC Job Circular 2022.

However, in order to give effect to the provisions of the public service commissions in the constitution adopted in November 1972, a new Presidential Decree (Presidential Decree No. 25 of 1973) was promulgated in March 1973 authorizing two existing commissions from May 1972 BPSC Job Circular 2022. Bangladesh Public Service However, in November 1977 the government announced another law to establish one commission instead of the existing two commissions, which, in effect, came into effect on the 22nd. December 1977 and was appointed as the Bangladesh Public Service Commission (BPSC).

The most important feature of the BPSC is its constitutional basis instead of the official basis of the BPSC Job Circular 2022. Bangladesh Public Service Commission | BPSC Job Circular 2022 Bangladesh Public Works Commission The Constitution of Bangladesh defines the composition and functions of the commission in chapter (2 part IX) of the five articles of the BPSC Job Circular. 2022. The chairperson and members are appointed by the President (acting on the advice of the Prime Minister) for a term of five years, or a term not exceeding that of the nominee at the age of sixty-five years. BPSC Job Circular 2022.

Bangladesh Public Service Commission The number of members to be appointed is not constitutionally determined but is determined by the Presidential decree issued in 1977, at the age of fifteen (at least six) including the chairman of the BPSC Job Circular 2022. Bangladesh Public Service Commission No special qualifications BPSC Job Circular 2022. Bangladeshi Public Service Commission Usually, the chairman and members of the public service are senior officials and those from abroad are mostly senior BPSC Job Circular professionals. 2022.

Bangladesh Public Service Commission A member from the public service is not eligible for additional employment in the public service (including the BPSC after taking lower, with the exception of a chairperson who is eligible for one additional term as chairperson, and a member who may be reappointed to the BPSC as a member or as chairman of the Bangladesh Public Service Commission | BPSC Job Circular 2022.

http://www.bpsc.gov.bd/

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বি পি এস সি জব সার্কুলার 2022 বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত জব সার্কুলার আজই প্রকাশিত হয়েছে। আপনি প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তি তে চাকরির জন্য আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বি পি এস সি জব সার্কুলার 2022 বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। ডাউনলোড করার জন্য, নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। আরো বিস্তারিত জানতে নিচের তথ্যগুলো পরুন অথবা নিচে দেওয়া জব সার্কুলার এ ছবিগুলো দেখুন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। যে কোনরুপ তদবির
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন প্রার্থীর অযোগ্যতা হিসেবে
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বিবেচনা করা হবে। www.bpsc.gov.bd
১৫ অগ্রহায়ণ ১৪২৮ নথি নম্বর-৮০.০০.০০০০.২০০,০৪৬.১১৫.২১-৬৫১
তারিখ: -৩০ নভেম্বর 2022 বিজ্ঞপ্তি
৪৪তম বি.সি.এস. পরীক্ষা-2022 বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৪তম বি.সি.এস, পরীক্ষা -2022
এর মাধ্যমে। পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা হলো:

১.০ বিশেষ নির্দেশনা:
১.১ নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। ১.২ ইকুইভ্যালেল সনদ বিজ্ঞাপিত ক্যাডার পদসমূহের জন্য কোন প্রার্থীর নির্ধারিত শিক্ষা গত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী বিদেশ হতে অর্জিত কোন ডিগ্রিকে বিজ্ঞাপিত বি.সি.এস. ক্যাডার পদসমূহের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবি করলে প্রার্থীকে সে মর্মে ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি। মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। ইকুইভ্যালেন্স সনদের জন্য মেডিকেল ডিগ্রিধারীদের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, ডি.ভি.এম, ডিগ্রিধারীদের ক্ষেত্রে ভেটেরিনারি কাউন্সিল এবং অন্যান্য বিষয়ে ডিগ্রিধারীদের শিক্ষা।

মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হলো। উক্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার বাের্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা: যদি কোন প্রার্থী এমন কোন পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ঐ পরীক্ষার ফলাফল ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর আবেদনপত্র জমা দেয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে।

কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪৪তম বি.সি.এস, পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ৩১.০১.২০২২ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।

অনলাইনে ৪৪তম বি.সি.এস, পরীক্ষা-২০২১ এর আবেদনপত্র (BPsc Form-1) পুরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩০,১২,২০২১ তারিখ, সকাল ১০.০০ মিনিট। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১.০১.২০২২ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ৩১.০১.২০২২ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিটের মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ০৩.০২.২০২২ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট পর্যন্ত) সময়ের মধ্যে (বিজ্ঞপ্তির। ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন । আবেদনপত্র গ্রহণ করা হবে না।

২.৪
Applicant’s Copy- তে বর্ণিত সময় অনুযায়ী (অর্থাৎ ৭২ ঘণ্টা) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমা দানের পূর্বে আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি। জমাদানের পর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না। আবেদনের জন্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে পরামর্শ দেয়া হলো।
৩.০ বয়সসীমা (Age limit):১নভেম্বর ২০২১ তারিখে বয়স ৩.১ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্যান্য সকল ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩০ বছর (জন্ম তারিখ: সর্বনিম্ন ০২.১১.২০০০, সর্বোচ্চ ০২.১১.১৯৯১)। ৩.২ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বি.সি.এস, (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১
হতে ৩২ বছর (জন্ম তারিখ: সর্বনিম্ন ০২.১১.২০০০ সর্বোচ্চ ০২.১১.১৯৮৯)। ৩.৩ বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ও বি.সি.এস. (কারিগরি শিক্ষা) ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর বেলায় বয়স ২১ হতে ৩২ বছর (জন্ম তারিখ: সর্বনিম্ন ০২.১১.২০০০ সর্বোচ্চ ০২.১১.১৯৮৯)। ৩.৪ প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। ৪.0 নাগরিকত্ব (Nationality)
| ৪,১ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ৪.২ সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন। foret (Gender) প্রকৃত যোগ্যতাধারী এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরা সরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধান অনুযায়ী বাংলাদেশের যে কোন নাগরিক ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এ অংশগ্রহণের জন্য যােগ্য হবেন।
১১/১৯

৬.০ চাকরিরত প্রার্থী।
প্রজাতন্ত্রের কর্মে (সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা ) অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতাসম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
৭.০
অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1) পুরণ পদ্ধতি ৭.১ প্রার্থীকে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী
কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নিধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বর্ণিত ওয়েবসাইটে ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং নির্ধারিত BPSC Form-1 দৃশ্যমান হবে। অনলাইন আবেদনপত্র (BPSC From-1) পূরণের বিষয়ে ৪৪তম বি.সি.এস, পরীক্ষা-২০২১ এর আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনে পূরণ, sms-এর মাধ্যমে ‘ফি জমাদান এবং Admit Card প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিরোনামে দেয়া থাকবে। অনলাইন ফরম পূরণের পূর্বে প্রার্থীকে উক্ত নির্দেশনা অংশটি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালভাবে জেনে নিতে হবে।

ক্যাডার পছন্দের ভিত্তিতে Application Form-এর ৩টি ক্যাটাগরি রয়েছে, যেমন:
(1) Application Form for General Cadres: (II) Application Form for Technical Professional Cadres:
(III) Application Form for General and Technical Professional (both) Cadres ৭.২ | প্রার্থী শুধু General Cadre এর প্রার্থী হতে ইচ্ছুক হলে General Cadre এর Application form অংশে ক্লিক
করলে General Cadre এর আবেদনপত্র দৃশ্যমান হবে। অনুরূপভাবে। , General and Technical/Professional ক্যাডারের প্রার্থী হতে ইচ্ছুক হলে তাকে Both Cadre এর জন্য নির্ধারিত অংশটি ক্লিক করলে Both Cadre এর আবেদনপত্র দৃশ্যমান হবে। প্রার্থীর কাঙ্ক্ষিত BCS Application Form দৃশ্যমান
হলে ফরমের প্রতিটি বিষয় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পুরণ করতে হবে।

৭.৩ BCS Application Form-এর ৩টি অংশ রয়েছে : (I) Part-1: Personal Information; (II) Part-2 Educational Qualification: (III) Part-3: Cadre Option. TERT, BCS Application Form 500 সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এবং BCS Application Form এর প্রতিটি field এ প্রদত্ত তথ্য /নির্দেশনা অনুসরণ করে পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করার পর কোন পর্যায়েই প্রার্থীর কোন ভুল তথ্য সংশোধনের সুযোগ থাকবে না। তথ্য সংশোধনের জন্য কোন আবেদন গ্রহণ করা হবে না।

৮.০
ঘোষণী (Declaration) প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থীর আবেদনপত্রের সকল তথ্য সঠিক। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে পরীক্ষার পূর্বে বা পরে , এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগের সুপারিশ বাতিল এবং কমিশন কর্তৃক গৃহীতব্য যে কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৯.০
ছবি (Photo) আপলোড BPSC Form-1 এর Part-1, Part-2 এবং Part-3 সফলভাবে পূরণ সম্পন্ন হলে Application Preview দেখা যাবে। Preview এর নির্ধারিত স্থানে প্রার্থীকে 300 x 300 (দৈর্ঘ্য x প্রস্থ ) pixel এর কম বা বেশি নয় এবং File Size 100 KB এর বেশি গ্রহণযোগ্য নয়, এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে। উল্লেখ্য, সাদাকালো ছবি। গ্রহণযোগ্য হবে না। Applicant’s Copy-তে ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে। সানগ্লাসসহ ছবি গ্রহণযোগ্য হবে না। Home Page-এর Help Menu-তে ক্লিক করলে Photo ও Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
স্বাক্ষর (Signature) আপলোড Application Preview-তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে 300 x 80 (দৈর্ঘ্য x প্রস্থ) pixel এর কম বা বেশি নয় এবং File Size 60 KB এর বেশি গ্রহণযোগ্য নয়, প্রার্থীকে এরূপ মাপের নিজের স্বাক্ষর আপলােড করতে হবে। Applicant’s Copy তে স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে।

১১.০ বাংলাদেশ সিভিল সার্ভিস(বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯(৪) (খ) এর বিধান অনুযায়ী পরীক্ষার ফি প্রদান | BPsc Form-1 যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে নিবন্ধন সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র জমা সম্পন্ন হলে প্রার্থী অনলাইনে একটি User ID সহ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। Application Preview ও Applicant’s Copy-তে প্রার্থীর ছবি ও স্বাক্ষর অবশ্যই সঠিকভাবে দৃশ্যমান হতে হবে।

User ID ব্যবহার করে Teletalk BD Ltd. এর sms এর মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করে প্রার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯ (৪) (ক) অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে sms করে ৪৪তম বি,সি,এস, পরীক্ষা-২০২১ এর ফি ৭০০/- (সাতশত) টাকা জমা দিতে পারবেন। একই বিধিমালার বিধি ৯(৪)(খ) এর বিধানমতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা জমা দিবেন। উমেখ্য, কুর নৃ-গোষ্ঠী/প্রতিব/তৃতীয় লিগের প্রার্থী না হয়েও কোন প্রার্থী১০০/- (একশত) টাকা ফি জমা দিয়ে ফরম পূরণ করলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

এ বিষয়ে প্রার্থীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো।
১২.০ ফি জমা দেয়ার পদ্ধতি
প্রথম sms
BCS <space> User ID লিখে send করুন 16222 নম্বরে Example: BCS QRNTCBTP
Reply: Applicant’s Name, Tk-700 (Tk-100 for Physically Disabled, Ethnic Minority Group
and Third Gender Group Candidates) will be Charged as an Application Fee. Your PIN is (8 digit number) 12345678. To Pay Fee, type BCS <Space> Yes Space> PIN and send to 16222
দ্বিতীয় : BCS <space> Yes <Space> PIN লিখে send করুন 16222 নম্বরে SMS Example : BCS YES 12345678
Reply Congratulations. Applicant’s Name, payment completed successfully for 44 BCS
Examination-2021. User ID is (xxxxxxxx) and Password (XXXXXXXX).
N.B.: For Lost Password, Please Type BCS <Space> HELP <Space> SSC Board <Space> SSC Roll <Space> SSC Year and send to 16222

১৩.০ প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড
বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি প্রদান করলে টেলিটক হতে প্রেরিত sms বার্তায় প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে প্রার্থী স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দকৃত রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র তাৎক্ষণিকভাবে ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।।

আরো বিস্তারিত জানতে পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন

১৪.০ একাধিক ফরম পুরণ নিষিদ্ধ
কোন প্রার্থী ফি জমা দিয়ে চুড়ান্তভাবে অনলাইনে আবেদন করে প্রবেশপত্র গ্রহণ করার পর পুনরায় অনলাইনে আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী মিথ্যা , ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ কর লে আবেদন প্রক্রিয়ার যে কোন পর্যায়ে তা প্রমাণ হলে তার সামগ্রিক প্রার্থিতা বাতিল হবে। তিনি কমিশন কর্তৃক গৃহীতব্য সকল পদে।

আবেদনের জন্য অযোগ্য ঘোষিত হবেন এবং উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। ১৫.০ অনলাইনে BPSC Form-3 পুরণ
লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে অনলাইনে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd- এর মাধ্যমে অতিরিক্ত তথ্য সংবলিত BPSC Form-3 অনলাইনে বাংলায় পূরণ করতে হবে। এ বিষয়ে কমিশন কর্তৃক প্রেসবিজ্ঞপ্তি এবং BPsc Form-1 এ বর্ণিত প্রার্থীর মোবাইল নম্বরে Teletalk হতে sms -এর মাধ্যমে প্রার্থীদের যথাসময়ে নির্দেশনা প্রদান করা হবে । কমিশনের নির্দেশনা অনুযায়ী অনলাইনে পুরণকৃত উক্ত সংক্ষিপ্ত ফরম।

(BPSC Form-3) ডাউনলোড করে এর এক কপি প্রার্থী নিজের কাছে সংরক্ষণ করবেন। ১৬.০। মৌখিক পরীক্ষার বোর্ডেBPSC Form-1 এবং সংশ্লিষ্ট সনদ/ডকুমেন্টস জমাদান
লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড এর http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ৪৪তম বি.সি.এস, পরীক্ষা-২০২১ এর জন্য অনলাইনে পূরণকৃত BPSC Form-1 (Applicant’s Copy) কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে ডাউনলোড করে সংগ্রহ করবেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের নির্দেশনা অনুসরণ করে BPSC Form-1 সহ নিম্নোক্ত প্রয়ােজনীয় সনদ/ডকুমেন্টস এর ২ (দুই) কপি মৌখিক পরীক্ষার বোর্ডে আবশ্যিকভাবে জমা দিতে হবে: ১৬.১ প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন (০৩) কপি পাসপোর্ট সাইজের
সত্যায়িত রঙিন ছবি BPSC Form-1 এর বাম পাশে স্ট্যাপলারের সাহায্যে সংযুক্ত করতে হবে। ১৬.২। শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের সকল মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি।

অবতীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখসহ পরীক্ষা নিয়ন্ত্রক (শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত অবতীর্ণ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি। পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ উখেৰিহী ন কোন অবতীর্ণ প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে না। এরুপ ক্ষেত্রে প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিল হবে।

১৬.৩ চার বছর মেয়াদি স্নাতক স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীদের প্রদত্ত সনদ/মার্কশিট/টেস্টিমোনিয়ালে যদি ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) উল্লেখ না থাকে তবে অর্জিত ডিগ্রি ৪ বছর মেয়াদি স্নাতক স্নাতক (সম্মান) মর্মে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই
জমা দিতে হবে। অন্যথায়, অর্জিত ডিগ্রি ৩ বছর মেয়াদি হিসেবে গণ্য করা হবে। ১৬.৪ বয়স প্রমাণের জন্য এস.এস.সি./সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি। “0-Level” এবং “A
Level” উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ [যেমন- পাসপোর্টের কপি, জন্ম সনদ]। উল্লেখ্য, বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ১৬.৫ বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তির ১.২ অনুচ্ছেদ অনুযায়ী ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি। ১৬.

৬। মেডিকেল, ডেন্টাল ও ভেটেরিনারি সার্জন পদের জন্য প্রযোজ্য কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীর জন্য ৩২ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতার/মাতার মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। ১৬.৮ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ২৬.০২.২০০২ তারিখের মুঃবিঃমঃ/সনদ-১/প্র-১/২০০২/০২ নং প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি।

অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ০১.০২.২০০৯ তারিখের মুবিম সনদ-১/প্র-৩/৩১/০২/১৪০নং প্রজ্ঞাপন অনুযায়ী ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত
পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদপত্রের ২টি সত্যায়িত কপি। ১৬.৯ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা
সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি। ১৬.১০ তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি।

১৬.১১ প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি। ১৬.১২ জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর রয়েছে এমন প্রার্থী অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে NID নম্বর উল্লেখ
করবেন এবং কমিশন কর্তৃক নির্দেশিত সময়ে তা প্রদর্শন করবেন।
১৬.১৩ ঘড়পত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা সরকারি /আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত তাদের কমিশনের ওয়েবসাইটে আপলোডেড অনাপত্তি /ছাড়পত্র ফরম ডাউনলোড করে। যথাসময়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিল-স্বাক্ষর গ্রহণপূর্বক মৌখিক পরীক্ষার বোর্ডে ছাড়পত্রের কপি জমা দিবেন। সংশ্লিষ্ট পদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ছাড়পত্রের কপি জমা দিতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

অপসারণ আদেশাইস্তফাপত্র: চাকরি হতে অপসারিত (Removed) হয়েছেন অথবা চাকরিতে ইস্তফা দিয়েছেন এমন প্রার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ন। তবে এ সব ক্ষেত্রে প্রার্থীকে BPSC Form-1 এর সাথে চাকরি হতে অপসারণ আদেশের বা ইস্তফাপত্র গৃহীত হয়েছে মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে।

১৬.১৫ কোন প্রার্থী অনলাইন আবেদনপত্র BPSC Form-1 জমাদানের পর মৌখিক পরীক্ষার পূর্বে কোন চাকরিতে যোগদান
করলে বা চাকরি থেকে ইস্তফাদান করলে বা চাকরি থেকে অপসারিত হলে মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্র/ইস্তফাপত্র গ্রহণ/অপসারণ আদেশের কপি জমা দিতে হবে। অন্যথায়, মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

১৬.১৬ প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) ইতঃপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র
বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সে। ক্ষেত্রে প্রার্থী কে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে NID বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র /ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্রের কপি জমা দিতে হবে।

১৬.১৭ শ্ৰী চাকরি -বৃত্তান্ত যাচাই ফরম পুলিশ ভেরিফিকেশন ফরম ]: প্রাক্ চাকরি -বৃত্তান্ত যাচাই ফরম কমিশনের Www.bpsc.gov.bd ওয়েবসাইটে যথাসময়ে আপলোড করা হবে। ওয়েবসাইট থেকে প্রাক্ চাকরি -বৃত্তান্ত যাচাই ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে মৌখিক পরীক্ষার সময় উক্ত পরীক্ষার বোর্ডে ৩ (তিন) কপি জমা দিতে হবে।
১৬.১৮ মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে পূরণকৃত BPSC Form-3 আবশ্যিকভাবে জমা দিতে হবে। ১৬.১৯ বিদেশী নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে সরকারের অনুমতিপত্র জমা দিতে হবে।

১৬.২০ | BPSC Form-1 এবং সংযুক্ত সকল ডকুমেন্টস অনুপুঙ্খ যাচাইয়ের পর শুধু ত্রুটিমুক্ত আবেদনের বিপরীতে সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে। কেবল লিখিত পরীক্ষায় কৃতকার্য হলেই মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার যোগ্যতা অর্জিত হবে না। লিখিত পরীক্ষায় কৃতকার্য হওয়া যে সকল প্রার্থী সংশ্লিষ্ট সকল ডকুমেন্টের কপিসহ BPSC Form-1 এর মুদ্রিত কপি জমা দিতে ব্যর্থ হবেন তাদের প্রার্থিতা বাতিল হবে। প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর প্রিলিমিনারি পরীক্ষা ২৭ মে ২০২২ তারিখে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষাসমূহের সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
১৭.০
১৮.০ প্রিলিমিনারি টেসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি ১৮.১ প্রার্থীদের ২০০(দুইশত) নম্বরের একটি Multiple Choice Question (MCQ) Type প্রিলিমিনারি টেস্টে
অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২(দুই) ঘণ্টা। ১৮.২ এই পরীক্ষায় মোট ২০০ (দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১(এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে।। ১৮.৩ প্রিলিমিনারি টেস্টের MCo উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনভাবেই প্রদর্শন করা হবে না এবং উক্ত টেস্টের নম্বর কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না।

১৮.৪ প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা পুনঃপরীক্ষণের সুযোগ থাকবে না।

১৯.০ প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বর বন্টন নিচেপ্রদান করা হলো।

আরো বিস্তারিত জানতে পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন

২০.০ পরীক্ষা কেন্দ্র।
প্রিলিমিনারি টেস্ট এবং লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে প্রার্থীর পছন্দের কোন কেন্দ্রে প্রিলিমিনারি টেস্ট /লিখিত পরীক্ষা অনুষ্ঠান সম্ভব না হলে কমিশন কর্তৃক নির্ধারিত অন্য কোন কেন্দ্রে প্রার্থীকে প্রিলিমিনারি টেস্ট /লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। উল্লেখ্য, মৌখিক পরীক্ষা কমিশনের প্রধান কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হবে। কেন্দ্র পরিবর্তনের কোন আবেদন গ্রহণ করা হবে না। ২১.০ প্রতিবন্ধী প্রার্থীদের শুতিলেখক নিয়োগ
প্রতিবন্ধী প্রার্থীদের জন্য মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন তাদের আবেদনের ভিত্তিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন হতে। নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শুতিলেখক নিয়োগ করা হবে। যে সকল প্রতিবন্ধী প্রার্থী র শুতিলেখক প্রয়োজন হবে তাদের কর্ম কমিশন কর্তৃক নির্দেশিত সময়ের মধ্যে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর শুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে ডাক্তারি প্রত্যয়নপত্র, ছবি এবং প্রতিবন্ধী পরিচয়পত্রের কপিসহ শুতিলেখক প্রাপ্তির আবেদন করতে হবে।

প্রিলিমিনারি টেস্টে প্রশ্নপত্রো ইংরেজি ভার্সন ব্যবহার প্রিলিমিনারি টেস্টে যে সকল প্রার্থী ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে আগ্রহী তাদের অনলাইন ফরমে Question type option এর বক্সে টিক চিহ্ন (/)দিতে হবে। ইংরেজি ভার্সনের প্রার্থীদের পরীক্ষা পৃথক পরীক্ষা হলে কক্ষে অনুষ্ঠিত হবে। ইংরেজি ভার্সনের প্রার্থীরা বাংলা ভার্সনের পরীক্ষায় অংশগ্রহণ করলে পরীক্ষার উত্তরপত্র বাতিলসহ প্রার্থিতা বাতিল হবে। ২৩.০ প্রিলিমিনারি টেস্টের উপযুক্ততা ও কৃতকার্যতা ২৩.১ প্রিলিমিনারি টেস্টের পাস নম্বর বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত হবে , এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।।

২৩.২ উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে না লিখলে এবং ঠিকভাবে বৃত্ত পূরণ না করলে বা কোনরূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে।

২৪.০ লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বরএবং মৌখিক পরীক্ষার নম্বর বন্টন
২৪.১ সাধারণ ক্যাডারের জন্য

২৪.৩ যে সকল প্রার্থী সাধারণ ও প্রফেশনাল টেকনিক্যাল উভয় ক্যাডারের পদের জন্য পছন্দক্রম দিতে ইচ্ছুক তাদেরকে সাধারণ ক্যাডারের ৯০০ নম্বরের সাথে অতিরিক্ত ওপরের ২৪.২(চ) তে বর্ণিত “সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক একক বিষয়ের ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
২৫.০ লিখিত পরীক্ষায় উত্তরদানের ভাষা।
বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষা সম্পর্কিত বিষয়ের প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট ভাষাতেই লিখতে হবে। অন্যান্য বিষয়ের প্রশ্নের উত্তর বাংলা বা ইংরেজি যে কোন একটি ভাষায় লেখা যাবে। একটি বিষয়ের উত্তরে উদ্ধৃতি বা অনিবার্য টেক্সট ব্যতীত একাধিক ভাষা ব্যবহার করা যাবে না। কোন বিষয়ের প্রশ্নপত্রে অন্য কোনরূপ নির্দেশনা থাকলে উক্ত বিষয়ের ক্ষেত্রে ঐ নির্দেশনা অনুযায়ী।

প্রশ্নোত্তর লিখতে হবে। ২৬.০ লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনঃ পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা সংক্রান্ত গোপনীয়তা ২৬.১ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধান অনুযায়ী
লিখিত পরীক্ষার সকল উত্তরপত্র গোপনীয় দলিল। কোন অবস্থাতেই কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে উত্তরপত্র প্রদর্শন
| করা হবে না। উত্তরপত্র পুনঃপরীক্ষণ বা পুনঃ নিরীক্ষণের আবেদন বিবেচনাকরা হবে না। ২৬.২ মৌখিক পরীক্ষার নম্বর গোপন থাকবে এবং উক্ত পরীক্ষার নম্বর বা সংশ্লিষ্ট তথ্য প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না। ২৭.০ প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষার সিলেবাস প্রাপ্তি পিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট পাওয়া যাবে। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে তাদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সিলেবাস ডাউনলোড করতে পারবেন।

২৮.০ অনলাইনে সাক্ষাৎকার প্রান্তি
মৌখিক পরীক্ষার জন্য কমিশন হতে ডাকযোগে কোন সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার] স্বাক্ষরিত ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে আপলোড করা হবে। কমিশন কর্তৃক মৌখিক পরীক্ষাসূচি ঘোষণার পর ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইট হতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ডাউনলোড করে সংগ্রহ করবেন। কমিশন কর্তৃক ঘোষিত ৪৪তম বি.সি.এস, পরীক্ষা-২০২১ এর মৌখিক পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রার্থীর জন্য নির্ধারিত মৌখিক পরীক্ষার তারিখ , রেজিস্ট্রেশন নম্বর এবং নাম সাক্ষাৎকারপত্রের ০১ নম্বর অনুচ্ছেদে র নির্ধারিত স্থানে প্রার্থী স্বহস্তে লিখবেন।

মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারপত্রে বর্ণিত কাগজপত্র এবং সাক্ষাৎকারপত্রসহ প্রার্থী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকাস্থ প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হবেন। নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত না হলে উক্ত প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

২৯.২ উল্লিখিত শারীরিক উচ্চতা না থাকলে কোন প্রার্থী নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না। কোন প্রার্থীর বর্ণিত ওজন।
থাকলে তিনি সাময়িকভাবে অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীকে বিধি অনুযায়ী দৃষ্টিশক্তিসম্পন্ন হতে হবে। অন্যান্য স্বাস্থ্যগত যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলি যথাসময়ে জানানো হবে। উল্লেখ্য, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার বিধানসমূহ সরকারি সিদ্ধান্ত অনুসরণপূর্বক সম্পন্ন করা হবে।

২৯. ৩
বুকের মাপ ওজন ও উচ্চতা প্রার্থীকে অনলাইন ফরমের নির্ধারিত স্থানে বুকের মাপ সেন্টিমিটারে উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন অনলাইন ফরমের মুদ্রিত কপির সাথে উচ্চতা সেন্টিমিটারে , ওজন কে.জি. তে এবং বুকের মাপ সেন্টিমিটারে উল্লেখ সংবলিত বি.এম.ডি.সি, রেজিস্টার্ড মেডিকেল এ্যাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের কপি জমা দিতে হবে। প্রত্যয়নপত্রে মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে।
৩০.০ বিজ্ঞপ্তির শর্তের প্রাধান্য ও যোগাযোগের ক্ষেত্রসমূহ ৩০.১ এ বিজ্ঞপ্তিতে যে সকল শর্ত আরোপ করা হয়েছে তা BPSC Form-1 এর কোন শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে
এই বিজ্ঞপ্তির শর্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে, তবে কোন বিষয় উল্লেখ করা না থাকলে অথবা ব্যাখ্যার প্রয়োজন হলে।

কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দিবে। ৩০.২ পরীক্ষা সংক্রান্ত কোন প্রয়োজনীয় চিঠিপত্র কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ,
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭” এই ঠিকানায় পাঠাতে হবে। ৩০.৩ প্রার্থীর ঠিকানায় কোন পরিবর্তন হলে প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রককে (ক্যাডার) যথাসময়ে লিখিতভাবে জানাতে হবে। ৩১.০ মিথ্যা তথ্য প্রদান ও অসদুপায় অবলম্বনের শান্তি ৩১.১ কোন প্রার্থী আবেদনপত্রে জ্ঞাতসারে কোন ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা টেম্পারিং করলে বা কোন জাল সাটিফিকেট দাখিল করলে বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সাটিফিকেটের কোন অংশ বা প্রবেশপত্র টেম্পারিং বা পরিবর্তন করলে বা পরীক্ষার হলে মোবাইল ফোন , হাতঘড়ি, কমিশন কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সামগ্রী/ডিভাইস বা কোন ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্রসহ প্রবেশ এবং উক্ত প্রযুক্তির মাধ্যমে অসদুপায়ের।

আশ্রয় গ্রহণ করলে বা পরীক্ষার হলে কোনরূপ দুর্ব্যবহার করলে বা অসদুপায় অবলম্বন করলে বা প্রতারণার আশ্রয় নিলে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধান এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০ অনুযায়ী তাকে উক্ত পরীক্ষাসহ কমিশন কর্তৃক পরিচালিত পরবর্তী যে কোন পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে।

৩১.২ ৩১.১ এ বর্ণিত অপরাধে জড়িত সংশ্লিষ্ট প্রার্থীকে ক্ষেত্র বিশেষে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। এমনকি প্রার্থীকে
| চাকরিতে নিয়োগের পর এরূপ কোন তথ্য প্রকাশ ও তা প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ যে কোন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৩২.০ নন-ক্যাডার পদে সুপারিশ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পদস্বল্পতার কারণে ৪৪তম বি.সি.এস. পরীক্ষা- ২০২১ এর বিজ্ঞাপিত ক্যাডার পদে যে সকল প্রার্থী সুপারিশপ্রাপ্ত হবেন না সে সকল প্রার্থীকে সরকার কর্তৃক জারীকৃত নন -ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০১০ এবং সংশোধিত বিধিমালা, ২০১৪ এর বিধানাবলি অনুসরণপূর্বক ৯ম থেকে ১২তম গ্রেডের প্রারম্ভিক পদে নিয়োগের লক্ষ্যে কমিশন কর্তৃক সুপারিশ প্রদানের কার্যক্রম গ্রহণ করা হবে, তবে এ ধরনের কার্যক্রম সুপারিশ প্রাপ্তির চুড়ান্ত কোন নিশ্চয়তা প্রদান করবে না। নন-ক্যাডার পদে সুপারিশ পেতে ইচ্ছুক প্রার্থীদের পছন্দক্রম অনলাইন আবেদনের প্রযোজ্য অংশে। প্রতিফলন করতে হবে।

৩৩.০ পরীক্ষা সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়
৩৩.1 BPSC Form-1 এর তথ্যের ভিত্তিতে প্রার্থীর আবেদন প্রক্রিয়ার যাবতীয় কার্যক্রম সম্পাদিত হবে। ৩৩২ BPSC Form-1 এ নাম, রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ বা অন্য কোনরূপ গুরুতর (Substantive) ত্রুটি থাকলে পরবর্তীতে সংশােধনের কোন সুযোগ থাকবে না এবং এরূপ ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হবে। অনলাইনে ফরম পূরণের সময় নাম, জন্ম তারিখসহ প্রতিটি তথ্য অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে।
৩৩.৩ প্রার্থীর নাম ও পিতার নাম এস ,এস,সি, অথবা সমমানের সনদে যে ভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহু সে ভাবে লিখতে হবে। প্রার্থীর নাম এবং পিতার নাম ঠিকভাবে না লিখলে প্রার্থিতা বাতিল হবে।

৩৩.৪ যে কোন পর্যায়ে গুরুতর অসম্পূর্ণতা (Substantively Incomplete) ধরা পড়লে প্রার্থিতা বাতিল হবে। গুরুতর। তুটি সম্পর্কিত গেজেট নােটিফিকেশন কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। ৩৩.৫ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সর্বশেষ আইন , বিধি-বিধান ও
নির্দেশনা অনুসরণ করা হবে।

৩৪.০। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর
http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
[পর্যাপ্ত সময় নিয়ে অতি সতর্কতার সাথে নির্ভুলভাবে নিজে আবেদনপত্র পূরণ করুন এবং নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বেই ফিসহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন
যেথাযথ প্রস্তুতি ও নির্দেশনার আলোকে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করুন এবং নির্বাচিত হয়ে দেশ সেবার পবিত্র দায়িত্ব পালনের সুযোগ। লাভ করুন)
নুর আহমদ পরীক্ষা নিয়ন্ত্রক(ক্যাডার]
(যুগ্মসচিব]

Organization Name:

Short Name:

BPSC

Application Start Date:

Dec. 04, 2022

Application End Date:

Dec. 27, 2022

Status:

Live

Adv No:

80.00.0000.200.046.115.21-651

Web Link:

User ID Job ID: #GJOB1943

Download PDF

 

Bangladesh Public Service Commission BPSC Job Circular 2022

 

Bangladesh Public Service Commission BPSC Job Circular 2022

 

Bangladesh Public Service Commission BPSC Job Circular 2022

 

Bangladesh Public Service Commission BPSC Job Circular 2022

Apply Now

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *