Bangladesh Biman Bahini Job Circular 2022
87 BAFA CIRCULAR
Officer Cadet in 1850
new posts in Bangladesh Air Force Manpower Recruitment Circular
87 BAFA CIRCULAR
(New Job Circular). Recruitment to Bangladesh Air Force 87 BAFA CIRCULAR 2022,
Bangladesh Air Force Recruitment Circular 2021, Air Force Recruitment
Circular 2022 HSC, Eligibility for appointment to 87 BAFA CIRCULAR and other specific
posts in Bangladesh Air Force Applications are being invited from all
the districts of Bangladesh mentioned in the completed notification.
Bangladesh Officer Cadet Recruitment 2022, Bangladesh Air Force
Recruitment 2022 Join as Officer Cadet (87th BAFA Course) Must be
qualified to be recruited for other specified posts mentioned in
the recruitment notice, Applications are being invited from candidates
from all districts of Bangladesh.
Bangladesh Biman Bahini Job Circular 2022 _ 87 BAFA CIRCULAR
If you are an educated citizen of Bangladesh. Then you can join Bangladesh
Air Force 87 BAFA CIRCULAR. You can apply online by following the rules of the published
job circular or you can apply for the job according to the information
mentioned in the job circular. For this, read the picture of the job circular
given below. You can apply or apply online if you want. To do this,
click on the Apply Now button and follow the instructions on their
official website.
87 BAFA CIRCULAR
Job type:
Government job
District Specified:
District
Job Category:
Defense Job
The official website is:
www.baf.mil.bd.
A number of posts:
Officer Cadet
Vacancies in:
1850 posts
Age 22 years:
20-30 years
Educational Qualification:
HSC
Application start time is:
February 18, 2022
Application deadline is:
9 September 2022
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বাংলাদেশ বিমান বাহিনীতে আবারো নতুন ১৬৫০ পদে অফিসার ক্যাডেট জনবল নিয়োগ বিজ্ঞপ্তি (জব সার্কুলার) প্রকাশ করেছে। বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ এমওডিসি 2022, বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বিমান বাহিনী বিজ্ঞপ্তি নিয়োগ 2022 HSC,
এমওডিসি ও বাংলাদেশ বিমান বাহিনীর অন্যান্য নির্দিষ্ট পদে নিয়োগের জন্য যোগ্যতা
সম্পন্ন বিজ্ঞপ্তিতে উল্লেখিত বাংলাদেশর সকল জেলার প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
বাংলাদেশ অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২, বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ 2022 অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন (৮ ৭তম বাফা কোর্স) অন্যান্য নির্দিষ্ট পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন হতে হবে যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত, বাংলাদেশর সকল জেলার প্রার্থীদের কাছ থেকেদরখাস্ত আহবান করা যাচ্ছে।
আপনি যদি একজন বাংলাদেশের শিক্ষিত নাগরিক হয়ে থাকেন। তাহলে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিতে পারেন। প্রকাশিত জব সার্কুলার এর নিয়ম অনুসরণ করে আপনি অনলাইনে আবেদন করতে পারেন অথবা জব সার্কুলার এ উল্লেখিত
তথ্য অনুযায়ী আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন। এ জন্য নিচে দেওয়া জব সার্কুলার এর ছবিটি ভালভাবে পড়ুন।আপনি চাইলে অনলাইনে এপ্লাই বা আবেদন করতে পারেন। এ জন্য এপ্লাই নাও বাটনটিতে ক্লিক করুন এবং তাদের
অফিসিয়াল ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করুন।
চাকরির ধরন সরকারি চাকরি
জেলা উল্লেখিত জেলা
চাকরির ক্যাটাগরি ডিফেন্স চাকরি
অফিসিয়াল ওয়েব সাইট www.baf.mil.bd
পদ সংখ্যা অফিসার ক্যাডেট
খালি পদ ১৬৫০ পদে
বয়স ২২ বছর/২০-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
অন্যান্য যোগ্যতা
নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
বয়স:১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (০৭ জুলাই ২০২২ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযােগ্য নয়।
পুরুষ প্রার্থীদের জন্য: উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি।
বুকের মাপ : কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।
মহিলা প্রার্থীদের জন্য: উচ্চতা : জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি।
অন্যান্য কমপক্ষে ৬২ ইঞ্চি।
বুকের মাপ: কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি। ওজন
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ
চোখ: জিডি(পি) শাখার প্রার্থীদের জন্য দু’চোখের দৃষ্টিশক্তি ৬/৬ এবং Color Perception Standard-l
অন্যান্য শাখার প্রার্থীদের জন্য বিধি অনুসারে।
প্রার্থীর জন্য অযোগ্যতা
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
২। আইএসএসবি পরীক্ষায় দু’বার ক্রীড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত (একবার ক্রীন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত
প্রার্থীরা আবেদন করতে পারবে)।
৩। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
৪। সিএমবি অথবা আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত।
৫। বয়স ১৯ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ
পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৬ (ছয়) মাস অতিবাহিত হতে হবে।
Bangladesh Biman Bahini Job Circular 2022 87 BAFA CIRCULAR
আবেদনপত্র জমাদানের নিয়মাবলী
প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতঃ পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে:
১। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রসমূহের সত্যায়িত ফটোকপি।
২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন
পরিষদ/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে।
উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
৩। সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট
পরিহিত ছবি হতে হবে)।
৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র।
৬। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৭। জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলার কোন কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি।
৮। দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের
সত্যায়িত ফটোকপি।
Bangladesh Biman Bahini Job Circular 2022 87 BAFA CIRCULAR
অনলাইনে আবেদনের নিয়মাবলী। সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে Apply Now’-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০/- টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত
মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ‘Login করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত
তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে), শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও
নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
Dwonload Circular
Bangladesh Biman Bahini Job Circular 2022