Bangladesh Biman Bahini Job Circular 2023 _ 88 BAFA CIRCULAR

Bangladesh Biman Bahini Job Circular 2023

88 BAFA CIRCULAR 

Officer Cadet in 1850
new posts in Bangladesh Air Force Manpower Recruitment Circular

89 BAFA CIRCULAR

(New Job Circular). Recruitment to Bangladesh Air Force 88 BAFA CIRCULAR 2022,
Bangladesh Air Force Recruitment Circular 2023, Air Force Recruitment
Circular 2023 HSC, Eligibility for appointment to 88 BAFA CIRCULAR and other specific
posts in Bangladesh Air Force Applications are being invited from all
the districts of Bangladesh mentioned in the completed notification.

Bangladesh Officer Cadet Recruitment 2023, Bangladesh Air Force
Recruitment 2022 Join as Officer Cadet (88th BAFA Course) Must be
qualified to be recruited for other specified posts mentioned in
the recruitment notice, Applications are being invited from candidates
from all districts of Bangladesh.

Bangladesh Biman Bahini Job Circular 2023 _ 88 BAFA CIRCULAR

If you are an educated citizen of Bangladesh. Then you can join Bangladesh
Air Force 88 BAFA CIRCULAR. You can apply online by following the rules of the published
job circular or you can apply for the job according to the information
mentioned in the job circular. For this, read the picture of the job circular
given below. You can apply or apply online if you want. To do this,
click on the Apply Now button and follow the instructions on their
official website.

Bangladesh Air force Job Circular 2023 বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

Welcome to Bangladesh Air Force Job Circular 2022.
If you are a Bangladeshi citizen looking for a job.
Then apply for the Bangladesh Air Force job immediately.
To apply for jobs in Bangladesh Air Force. You have to apply according
to the recruitment circular published by the concerned office of
Bangladesh Air Force. To apply, firstly read the employment circular
published by the Bangladesh Air Force from the concerned office,
and if you have all the qualifications including educational qualifications
and physical qualifications. Then by clicking on the button below do not apply,
fill out the form. For more details read the below recruitment notification carefully.

Organization information
Organization Name: Bangladesh Biman Shakti

Abbreviation: BAF

View Details: Bangladesh Air Force (BAF) originated in British India in the 1920s when Indian politicians demanded the induction of local men into the Royal Air Force as some members of the Indian Royal Flying Corps had gained name and fame early on. World War. This demand finally took shape in 1932 when the Indian Air Force was established on 08 October of that year. But the Royal Air Force hardly made any progress until 1939. Even during the 2nd World War, there were no training opportunities in the then Bangladesh part of the subcontinent.

However, airports have been constructed quickly in various places including Comilla, Feni, Patenga, and Cox’s Bazar. The only recruitment center in this area was in Narayanganj. In 1951-52 Pakistan’s first fighter squadron was newly formed. It was commanded by Abdur Rahim Khan who became the Chief of the Pakistan Air Force in 1969-71. Bengali PAF/AF officer Flight Lieutenant Toab was the flight commander of that squadron who later became the Air Force Chief of independent Bangladesh in 1975.

Among the Bengali pilots, Flying Officer Alam died in a plane crash in 1956. He left his contemporary flying. Officer AK Khandkar who later played a glorious role in our historic liberation war. He was not only the deputy commander of the Bangladesh side in the war of liberation; He also represented Bangladesh during the surrender of the occupying forces on 16 December 1971 at the Racecourse Maidan (now Suhrawardy Uddin).

It may be noted that AK Khandkar became the first Air Force Chief of Bangladesh Air Force (BAF). . From 1947 to 1971, the Bengali nation had to struggle for the lives of countless people. Bengali officers of the then Pakistan Air Force (PAF) had names and sacrifices. Even during the Indo-Pakistani war in 1965, Shaheed (martyr) Squadron Leader Alam, Wing Commander Towab, Flight Lieutenant Saiful Azam, and many others among them had much glory in the victories achieved by Flight Lieutenant (later Group Captain) Saiful Azam. An ace fighter pilot. He has shown success in dog fighting in three different countries during a real war. He became the only fighter pilot in the world to be awarded the national title by three different countries namely Pakistan (Sitara-e-Jurat), Jordan (Hosam-e-Istiqalal), and Iraq (Uttar S Souza).

He proved his worth so much that he was allowed to command a fighter squadron of the Pakistan Air Force as a flight lieutenant which was supposed to be commanded by a wing commander. These officers were some of the most admirable airmen. One of them was Shaheed (martyr) Sergeant Zahurul Haque. He was a ground combat instructor (GCI), best known for conducting a trade drill. Even such an airman expressed concern for his motherland. He was accused in the historic ‘Agartala Conspiracy Case’, apparently a historic conspiracy to liberate the country. He succumbed to his injuries on 15 February 1969 after continuous torture. The Bangladesh Air Force has recognized the contribution of this great airman by naming an important BAF base (BAF Ghati Zahurul Haq) after him. The recognition has gone beyond the scope of BAF as even a dormitory of Dhaka University has been named after him.

The glorious liberation war took place in 1971. Motivated by patriotic fervor, many Bengali officers and airmen, including technicians, left their previous jobs and joined the Liberation War to hasten victory. This was largely possible due to the sincerity of those who established the Liberation War Air Wing at Dimapur, Nagaland, India on 28 September 1971. The air wing had a short inventory of one DC-3 aircraft, one Otter aircraft, and one Alouette helicopter. The patriotic pilots and technicians of the fledgling Bangladesh Air Force formed a flying unit called ‘Kilo Flight’ under the able guidance of the then Squadron Leader Sultan Mahmud. He later became Air Vice Marshal and Air Chief.

However, the pilots of the historic ‘Kilo Flight’ conducted successful airstrikes on several targets in Chittagong and Narayanganj. During the Liberation War, another great son of the soil, Flight Lieutenant Matiur Rahman sacrificed his life for the motherland. His sacrifice was not a common one as it is difficult for a family man to risk his life. It was not a fluke. He not only sacrificed his life but also the happiness of his family life. While fleeing Pakistan in a T-33 aircraft to join the glorious liberation war, he died in Thatta, a few kilometers from the Indian border where his aircraft crashed. The valiant effort was rewarded by both the BAF and the nation. BAF’s most important officer training base at Jessore was named after him (BAF Base Matiur Rahman) and the nation became aware.

He was given the highest state title ‘Bir Shrestha’ apart from this great personality, two other BAF officers worth mentioning among many, two sector commanders. They were then Squadron Leader Khademul Bashar who later became Air Vice Marshal and Air Chief and another officer was then Squadron Leader Hamidullah who later became Wing Commander. Since independence, the BAF has undergone major changes and expansions. Attention is given to both air power and air defense. Bases, units, and outposts have been established at various suitable locations.

As a sign of progress, many foreign trainees at both officer and airman levels have undergone training at the BAF. As a mark of recognition, the Bangladesh Air Force (BAF) received the ‘National Colour’ in 1980 from His Excellency the then President of the People’s Republic of Bangladesh. Later, the Bangladesh Air Force Academy (BAFA) received the ‘National Colour’ from the then-Hon’ble Prime Minister of the People’s Republic of Bangladesh in 2003. Even the Recruits Training School (RTS) was awarded ‘BAF Colors’ by a former Air Chief in 2004. With the support of civilian forces, the BAF has always responded in the best possible way. The Bangladesh Air Force performed exceptionally well during the floods of 1988 and after a devastating cyclone in Chittagong in 1991.

It performed electoral duties quite successfully in the 2001 parliamentary elections. The organization has also responded well to international requirements such as after the 2001 earthquake in Gujarat, India; After the 2004 tsunami in Sri Lanka and the Maldives and the 2005 earthquake in Muzaffarabad, Pakistan. It responded to the call of the United Nations by working under its umbrella in 17 different war-torn countries around the world.

88 BAFA CIRCULAR

Job type:
Government job

District Specified:
District

Job Category:
Defense Job

The official website is:
www.baf.mil.bd.

A number of posts:
Officer Cadet

Vacancies in:
1850 posts

Age 23 years:
20-30 years

Educational Qualification:
HSC

Application Start Date:

September 15, 2022

Application Last Date:

April 9, 2023

Application medium online

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2023 বাংলাদেশ বিমান বাহিনীতে আবারো নতুন ১৬৫০ পদে অফিসার ক্যাডেট জনবল নিয়োগ বিজ্ঞপ্তি (জব সার্কুলার) প্রকাশ করেছে। বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ এমওডিসি 2023, বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি 2023, বিমান বাহিনী বিজ্ঞপ্তি নিয়োগ 2023 HSC,
এমওডিসি ও বাংলাদেশ বিমান বাহিনীর অন্যান্য নির্দিষ্ট পদে নিয়োগের জন্য যোগ্যতা
সম্পন্ন বিজ্ঞপ্তিতে উল্লেখিত বাংলাদেশর সকল জেলার প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

বাংলাদেশ অফিসার ক্যাডেট নিয়োগ 2023, বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ 2023 অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন (৮৮তম বাফা কোর্স) অন্যান্য নির্দিষ্ট পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন হতে হবে যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত, বাংলাদেশর সকল জেলার প্রার্থীদের কাছ থেকেদরখাস্ত আহবান করা যাচ্ছে।

আপনি যদি একজন বাংলাদেশের শিক্ষিত নাগরিক হয়ে থাকেন। তাহলে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিতে পারেন। প্রকাশিত জব সার্কুলার এর নিয়ম অনুসরণ করে আপনি অনলাইনে আবেদন করতে পারেন অথবা জব সার্কুলার এ উল্লেখিত
তথ্য অনুযায়ী আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন। এ জন্য নিচে দেওয়া জব সার্কুলার এর ছবিটি ভালভাবে পড়ুন।আপনি চাইলে অনলাইনে এপ্লাই বা আবেদন করতে পারেন। এ জন্য এপ্লাই নাও বাটনটিতে ক্লিক করুন এবং তাদের
অফিসিয়াল ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করুন।

চাকরির ধরন সরকারি চাকরি
জেলা উল্লেখিত জেলা
চাকরির ক্যাটাগরি ডিফেন্স চাকরি
অফিসিয়াল ওয়েব সাইট www.baf.mil.bd
পদ সংখ্যা অফিসার ক্যাডেট
খালি পদ ১৬৫০ পদে
বয়স ২২ বছর/২০-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি

 

 

অন্যান্য যোগ্যতা
নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
বয়স:১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (০৭ জুলাই 2023 তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযােগ্য নয়।
পুরুষ প্রার্থীদের জন্য: উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি।
বুকের মাপ : কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।
মহিলা প্রার্থীদের জন্য: উচ্চতা : জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি।
অন্যান্য কমপক্ষে ৬২ ইঞ্চি।
বুকের মাপ: কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি। ওজন
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ
চোখ: জিডি(পি) শাখার প্রার্থীদের জন্য দু’চোখের দৃষ্টিশক্তি ৬/৬ এবং Color Perception Standard-l
অন্যান্য শাখার প্রার্থীদের জন্য বিধি অনুসারে।

প্রার্থীর জন্য অযোগ্যতা
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
২। আইএসএসবি পরীক্ষায় দু’বার ক্রীড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত (একবার ক্রীন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত
প্রার্থীরা আবেদন করতে পারবে)।
৩। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
৪। সিএমবি অথবা আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত।
৫। বয়স ১৯ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ
পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৬ (ছয়) মাস অতিবাহিত হতে হবে।

Bangladesh Biman Bahini Job Circular 2023 88 BAFA CIRCULAR

আবেদনপত্র জমাদানের নিয়মাবলী
প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতঃ পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে:
১। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রসমূহের সত্যায়িত ফটোকপি।
২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন
পরিষদ/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে।
উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
৩। সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট
পরিহিত ছবি হতে হবে)।
৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র।
৬। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৭। জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলার কোন কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি।
৮। দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের
সত্যায়িত ফটোকপি।

Bangladesh Biman Bahini Job Circular 2022 88 BAFA CIRCULAR

অনলাইনে আবেদনের নিয়মাবলী। সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে Apply Now’-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০/- টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত
মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ‘Login করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত
তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে), শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও
নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।

 

Dwonload Circular

 

Bangladesh Air force Job Circular 2023

Bangladesh Biman Bahini Job Circular 2023

 

Online Apply Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *